
মহিলারা আজ কোনও দিক দিয়েই আর পিছিয়ে নেই। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে প্রহরাই হোক কিংবা খেলার ময়দানে সমানভাবে লড়াই করছেন মহিলারা। সবক্ষেত্রেই মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁরই অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক দিবসিয় ফুটবল প্রতিযোগিতা। রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত মহিলা ফুটবল প্রতিযোগিতায় ফুটবলে লাথি মেরে উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন। উপস্থিত ছিলেন করনদিঘীর বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। প্রতিযোগিতা শুরুর আগে ঘাসফুলের পতাকা উত্তোলন করা হয়। নীলসাদা বেলুন উড়িয়ে প্রতিযোগিতা শুরু করেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতালী ঘোষ সাহা। জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতালী ঘোষ সাহা বলেন, ইসলামপুর মহকুমা ও রায়গঞ্জ মহকুমা থেকে মোট চারটি দল নিয়ে এই খেলা হচ্ছে। মহিলাদের মধ্যে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে এবং শহর ও গ্রামগঞ্জের মহিলাদের ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ বলে জানান তিনি।