উত্তর দিনাজপুর:-উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে। আক্রান্ত অতিরিক্ত জেলাশাসক কে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রায়গঞ্জ থানার পুলিশের বড়বাবু আক্রান্ত হওয়ার ঘটনাতেও ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ কর্মচারী মহলে। শুধুমাত্র রায়গঞ্জ শহরের পুর এলাকাতেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জন। উত্তর দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫২৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। জেলায় করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮২ জন। এখনও পর্যন্ত ৩৪১ জন রোগী করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রায়গঞ্জ পুরসভা এলাকায় প্রায় প্রতিটি ওয়ার্ডেই করনো সংক্রমণের হদিশ মেলায় উদ্বিগ্ন রায়গঞ্জ পুর প্রশাসন। জেলা স্বাস্থ্য দপ্তর এবং রায়গঞ্জ থানার পুলিশের সাথে ঘন ঘন জরুরি বৈঠক করার পাশাপাশি কড়া লকডাউন মেনে চলার জন্য রায়গঞ্জ শহরবাসীর কাছে আবেদন করেছেন। চলছে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার।
Home  উত্তর বাংলা  উত্তর দিনাজপুর  উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ...
 
                





















