কোচবিহার:- উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কর্মচারীরা ফের একবার সততার পরিচয় দিয়ে নজির গড়লেন । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা শিলিগুড়ি থেকে কোচবিহার গামী মেডিক্যাল বাসে ধুপগুড়ি এক যুবক তার একটি ব্যাগ ভুল করে ছেড়ে গাড়ি থেকে নেমে পড়েন । যার মধ্যে প্রায় 72 হাজার টাকা সহ বেশ কিছু কাগজপত্র ছিল । পরে সংস্থার কর্মীরা তার ব্যাগে তার পরিচয় পত্র দেখে তার সাথে যোগাযোগ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা পক্ষ থেকে বব্যাগের মালিককে ফিরিয়ে দেওয়া হয় ।
জানা যায় ধূপগুরি কলেজ পাড়ার বাসিন্দা শুভম ভাওয়াল শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে ধুপগুরী তার বাড়িতে ফিরছিলেন ।তবে ধুপগুড়ি তে তিনি বাস থেকে তার আরেকটি ব্যাগ নিয়ে নেমে পড়লেও যে যুবক টাকা ছিল সেটি ভুলে যান । পরে তার বিষয়টি মনে পড়লে তিনি অন্য গাড়ি ধরে কোচবিহারের উদ্দেশে রওয়ানা দেন । তবে তার আগে কোচবিহারে পৌঁছে ওই বাসের কন্টাকটার ওটা এবারের নজরে ওই ব্যাগটি পড়ে । তারা ব্যাগটি উদ্ধার করে অফিসে জমা দেন ।তারপর ওই ব্যাগ থেকে ওই যুবক পরিচয় পত্র পাওয়া যায় ।সেই সূত্রধরে তার সাথে যোগাযোগ করা হয়। এরমধ্যে ওই যুবক কোচবিহারে এসে পৌঁছায় । পড়ে সমস্ত কিছু মিলিয়ে তার হতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কোচবিহার ডিপ অধিকারী তার ব্যাগ তুলে দেন ।
ব্যাগ পেয়ে ওই যুবক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কে ধন্যবাদ জানান ।