উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ স্কলারের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা

0
253

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ স্কলারের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা।জানা গিয়েছে,শিবমন্দির রামকৃষ্ণ সরিণীতে একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন বছর ত্রিশের ববিতা দত্ত।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভলপমেন্ট ডিপার্টমেন্টে রিসার্চ স্কলার ছিলেন তিনি।তার বাড়ি তুফানগঞ্জে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,আজ তার ঘরে ঢুকতেই বাড়ির মালিক দেখেন ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে ববিতা।এরপর ঘটনার খবর দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ঘটনায় ছুটে আসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও তার সহপাঠীরা।ঘটনায় কান্নায় ভেঙে পড়ে তার বান্ধবীরা।তার বান্ধবীরা জানায়,মানসিক দিক দিয়ে অত্যন্ত শক্ত ছিল ববিতা।সব সময় তাদের মোটিভেট করতো।তবে চাকরি নিয়ে হামেশাই চিন্তায় থাকত সে।আগামী ১২ তারিখ বিহার পাবলিক কমিশনের পরীক্ষা ছিল তার।তা নিয়েও তার প্রিপারেশন ছিল তুঙ্গে।তবে চাকরি নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকত সে।তবে কি কারণে এমন ঘটনা ঘটালো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে সকলে।ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here