উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়ি:- উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়।সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।এর আগে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা,বাণিজ্য ও আইন বিভাগের ডিন অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের কাছ থেকে একটি নির্দেশ আসে সেই নির্দেশে এক ঘন্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়কে দায়িত্বভার নেওয়ার নির্দেশ জারি করা হয়।সেই নির্দেশ মেনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।এদিন বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর নতুন উপাচার্যকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়।বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অধ্যাপক অধ্যাপিকারা।