উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে যে সমস্ত বিল্ডিং কাজ হচ্ছে সেগুলো নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় এর হাতে তুলে দেওয়া হবে।

0
232

কোচবিহার :- উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে যে সমস্ত বিল্ডিং কাজ হচ্ছে সেগুলো নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় এর হাতে তুলে দেওয়া হবে। সোমবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে নবনির্বাচিত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কে সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন নভেম্বর মাসের মধ্যে যে বিল্ডিং এর কাজগুলো হচ্ছে সেগুলো বিশ্ববিদ্যালয় কে সম্পূর্ণ করে দেওয়া হবে । উল্লেখ্য পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস বিল্ডিং এর কাজ চলছে। ছাত্রাবাস না থাকার ফলে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের । তাদের বাড়ি ভাড়া নিয়ে থেকে পড়াশোনা করতে হচ্ছে । এমতাবস্থায় দ্রুত বিল্ডিং গুলো হয়ে গেলে ছাত্র-ছাত্রীরা সেখানে থাকতে পারবে তাহলে তাদের খরচ কমবে । সোমবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেব কুমার মুখার্জি, রেজিস্টার ডাক্তার আব্দুল কাদের সাফালী পুমিখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here