উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হওয়ায় কিক বক্সিং খেলায় গঙ্গারামপুর এর দুই কৃতি ছাত্র ছাত্রী স্বর্ণপদক পেল

0
737

উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হওয়ায় কিক বক্সিং খেলায় গঙ্গারামপুর এর দুই কৃতি ছাত্র ছাত্রী স্বর্ণপদক পেল, সম্মান জানানো হলো একটি ক্লাবের তরফে


শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২২ আগস্ট দক্ষিণ দিনাজপুর। উত্তরবঙ্গের কিক বক্সিং খেলায় গঙ্গারামপুরে দুই কৃতি খেলোয়াড় স্বর্ণপদক পেল। দার্জিলিং জেলাতেই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, সেখাn থেকেই স্বর্ণপদ পেয়েছে দুই খেলোয়ার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুটবল ক্লাব থেকে কিক বক্সিং এর প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিয়ে সম্মান পেল তারা।বাড়ি ফিরে আসতেই গঙ্গারামপুরের একটি ক্লাবের তরফে তাদেরকে সম্মান জানানো হয়।


দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুরে ফুটবল ক্লাব কিক বক্সিং খেলায় প্রশিক্ষক বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীদের সারা বছর ধরে কিক বক্সিং খেলায় প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখানেই প্রশিক্ষণ নিয়েছিল গঙ্গারামপুরের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীদের সঙ্গে শংকর রায় ও শিখা সরকার। এবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রতিযোগীদের নিয়ে দার্জিলিং একটি ক্যারাটে খেলার আয়োজন করা হয়। সেখানেই কৃতি কিক বক্সিং খেলোয়াড় শংকর ও শিখা সোনার পদক পান। পুরস্কার নিয়ে ফিরে আসার পরে গঙ্গারামপুর ফুটবল ক্লাব থেকে প্রশিক্ষণ নেওয়া ওই দুই খেলায়ারকে সম্মান জানানো হয় বিভিন্ন সংস্থার তরফে। সম্মান জানানো হয় যেখানে প্রশিক্ষণ নেওয়া হয়েছিল সেই ক্লাবের তরফেও।
কৃতি ছাত্রদের কিক বক্সিং খেলার প্রশিক্ষক জানিয়েছেন, আমি আমার যতটা পারব শেষটা দিয়ে চেষ্টা করব আগামী দিনে আরো পরিষ্কার আনার জন্য। আমি খুব খুশি হয়েছি ওরা পুরস্কার পেয়েছে
দুই খেলোয়াড়ের এমন পুরস্কার পাওয়ার পর ফুটবল ক্লাবের সম্পাদক বরুন সরকার ও সভাপতি সুদেব হালদারেরা জানিয়েছেন, এখানে ওরা প্রশিক্ষণ নিত কিক বক্সিং খেলার। আমরা খুবই খুশি হয়েছি, ওরা স্বর্ণপদক পেয়েছি। উজ্জ্বল ভবিষ্যৎ হোক এই কামনা করি।
স্বর্ণপদক পাওয়া শঙ্কর ও শিখা জানিয়েছে, খুব ভালো লাগছে যে জেলার মান উজ্জ্বল করতে পেরেছি দুটি পদক পেয়েছি কিক বক্সিং খেলায়। আগামী দিনের যেন বাইরে গিয়ে এমন পদক আনতে পারি তার চেষ্টা করব।
উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দুই কৃতি খেলোয়াড় স্বর্ণপদক পাওয়ায় খুশি হয়েছেন সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here