উত্তরপ্রদেশের হাথরসের দলিত তরুণীর গণধর্ষন ও মেরে ফেলার ঘটনায় আলিপুরদুয়ার কলেজহল্টে প্রতিবাদে নামল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ।

0
930

আলিপুরদুয়ারঃ উত্তরপ্রদেশের হাথরসের দলিত তরুণীর গণধর্ষন ও মেরে ফেলার ঘটনায় শুক্রবার আলিপুরদুয়ার কলেজহল্টে প্রতিবাদে নামল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ।এদিন সংগঠনের পক্ষ থেকে একঘন্টা বক্সা ফিডার রোড অবরোধ করা হয়।এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশ পুতুল পুড়িয়ে তার পদত্যাগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে যুব কংগ্রেস।
আলিপুরদুয়ার যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন,একজন তরুনীকে ধর্ষন করে মেরে ফেলা হয়েছে।আমাদের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, ও সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী,রাজ্য সভাপতি অধীর চৌধুরী নির্যাতিতার বাড়ি যেতে নিলে পুলিশ বাঁধা দেয়।রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।যুব কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামে।পোড়ানো হয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশ পুতুল।তিনি বলেন,অবিলম্বে যোগী আদিত্য নাথের পদত্যাগ চাই।এবং দোষীদের কঠোর শাস্তি চাই।
এদিন পথ অবরোধ ঘন্টাখানেক চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here