জলপাইগুড়ি:-
উচ্ছেদের আশংকায় ফের জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা।
সোমবার কয়েকশো ব্যবসায়ী প্ল্যাকার্ড হাতে জলপাইগুড়ি জেলা শাসকের দফতরের সামনে আসে। দফতরের মূল গেটের আগেই তাদের আটকে দেয় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির পাঁচজন প্রতিনিধি একজন অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন।
প্রসঙ্গত, জলপাইগুড়ির টাউন স্টেশন সংলগ্ন রেলের প্রায় সাড়ে সাত বিঘা জমি জুড়ে স্টেশন বাজার অবস্থিত। ছোট, বড়, মাঝারি, মিলিয়ে ৫০০থেকে ৬০০ স্থায়ী এবং অস্থায়ী দোকান রয়েছে। শাক, সবজি, মাছ, মাংস, থেকে শুরু করে মুদি,স্টেশনারি, জুতো সহ প্রায় সব ধরনের দোকান রয়েছে। শতাব্দী প্রাচীন এই বাজার ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকে। সেই বাজারের ব্যবসায়ীরাই এবারে উচ্ছেদের আশংকায় ভুগছেন। গত ১৩ডিসেম্বর বহু ব্যবসায়ীকে উত্তর-পূর্ব রেলের কাটিহার ডিভিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশে রেলের তরফে জানানো হয়েছে, যে ওই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রেলের জমি অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন। কেন তাদের সেই জমি থেকে উচ্ছেদ হবে না তা নিয়ে কৈফিয়ৎ তলব করা হয়েছে পাশাপাশি আগামী ২১শে ডিসেম্বর শুনানিতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় টাউন স্টেশনের পরিকাঠামো উন্নয়ন হবে। সেই জন্য জমি প্রয়োজন। তাই রেলের জমিগুলি থেকে অবৈধ দখলদারদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এতেই রাতের ঘুম উড়েছে ব্যবসায়ীদের। তাদের বক্তব্য, উচ্ছেদ হলে তাদের রুজিরোজগার বন্ধ হয়ে যাবে,মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। তাই বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের আবেদন জানিয়ে জেলা প্রসাশনের দ্বারস্থ হয়েছেন তারা।
ব্যবসায়ীদের বক্তব্য,রেল স্টেশনের উন্নয়ন হোক, তার সাথে তাদের রুজিরোজগার যাতে বন্ধ না হয় তার জন্য কোনো উদ্যোগ নিক প্রশাসন।
ভিস বাইট👇