কোচবিহার :-উচ্চ মাধ্যমিক নম্বর বাড়ানোর দাবিতে প্রধান শিক্ষক তালা বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের ।দিনহাটা ভেটাগুরী লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ স্কুলের ঘটনা ।কোচবিহার থেকে দিনহাটা যাওয়া রাজ্য সড়ক আটকে বিক্ষোভ করে পড়ুয়ারা ।খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ ।

পড়ুয়াদের সাথে কথা বলে তাদের অবরোধ তুলতে বলে । পড়ে প্রধান শিক্ষক ঘরের তালা খুলে দেয় । প্রায় এক ঘন্টা অবরোধের ফলে কোচবিহার থেকে দিনহাটা যাওয়ায় সড়ক জাম লেগে সাধনার মানুষের অসুবিধা মুখে পড়তে হয় ।