উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ কয়েকশো ছাত্র ছাত্রীদের বিক্ষোভ বালুরঘাটে, পাশ করাবার দাবি জেলাশাসককে

0
312

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ১৪ জুন —–  উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বিক্ষোভ বালুরঘাটে। পাশ করাবার দাবি নিয়ে জেলা শাসকের দারস্থ বালুরঘাট ও পতিরাম এলাকার বেশ কয়েকটি স্কুলের কয়েকশো ছাত্র ছাত্রীরা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটে। যদিও জেলা শাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা শাসকের কাছেই দাবিপত্র পেশ করেছেন ছাত্র ছাত্রীরা।

বিক্ষোভকারী ছাত্র ছাত্রী দের অভিযোগ , ইচ্ছাকৃত ভাবে তাদের ফেল করানো হয়েছে। আর তার প্রতিবাদেই এদিন সরব হয়ে কয়েকশো ছাত্র ছাত্রী জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। স্কুলের তরফে রিভিউ এর কথা বলা হলেও ছাত্র ছাত্রীদের অভিযোগ, রিভিউ করলে তিন মাস পর রেজাল্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে তারা কোন  কলেজেই ভর্তি হতে পারবে না। পাশাপাশি, কোভিডের কারণে সারা বছর অনলাইনে ক্লাস নেবার পর আচমকা পরীক্ষার আগে অফলাইন পরীক্ষার কথা জানানো হয় তাদের। স্কুলের এমন সব হঠকারিতার জেরেই তাদের এমন খারাপ ফলাফল। যা তারা কখনই মানতে পারছেন না। তাই তাদের দাবি, সকল ছাত্র ছাত্রী দের অবিলম্বে পাশ করিয়ে দিতে হবে।


বর্ষালী দাস নামে এক বিক্ষোভকারী ছাত্রী বলেন, তাদের বলা হয়েছিল টেস্টের রেজাল্টই ফাইনাল। আর সেভাবেই তারা পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু আচমকা অফলাইন পরীক্ষায় অনেক স্কুলের ছাত্র ছাত্রীরাই অকৃতকার্য হয়েছে। এমন ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি সকলকে পাশ করাবার দাবি নিয়ে এদিন তারা জেলাশাসকের কাছে এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here