ঈদের আনন্দ সবার জন্য! গোকর্ণ গ্রামে তিনশো দুস্থ পরিবারের হাতে উপহার
ঈদের আনন্দ শুধু একক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়—সেই বার্তাই তুলে ধরলেন হরিরামপুর থানার গোকর্ণ গ্রামের একদল উদ্যমী যুবক। সমাজসেবার অঙ্গীকার নিয়ে তারা প্রায় তিনশো দুস্থ পরিবারের দোরগোড়ায় পৌঁছে দিলেন ঈদের উপহার। শুধু মুসলিম সম্প্রদায় নয়, সম্প্রীতির অনন্য নজির গড়ে ৫০ জন প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের মানুষকেও এই উপহার প্রদান করা হয়, যাতে সকলে একসঙ্গে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন।
এই যুবকেরা শুধু ঈদেই নয়, সারা বছরই অসহায়দের পাশে দাঁড়ান। রক্ত সংকট মোকাবিলা থেকে শুরু করে দুস্থদের সহায়তা—সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। এ বছরও পার্শ্ববর্তী তিনটি এলাকায় গিয়ে তাঁরা মানুষের হাতে তুলে দিচ্ছেন খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী।
দুই দিন ধরে চলবে এই উদ্যোগ। তাদের এই নিঃস্বার্থ প্রচেষ্টায় আপ্লুত এলাকাবাসী। ঈদ যে কেবলমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং সম্প্রীতি ও মানবতার এক মহৎ উৎসব—গোকর্ণের এই যুবকদের উদ্যোগে তা আরও একবার প্রমাণিত হলো।