ইসলামপুরকে জেলা ঘোষনার দাবি সহ চার দফা দাবিতে আন্দোলন

0
385

ইসলামপুরকে জেলা ঘোষনার দাবি সহ চার দফা দাবিতে শুক্রবার আন্দোলন সংঘটিত করল আদিবাসী জমি রক্ষা কমিটি ও ট্রান্সফারড এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশন অর্থাৎ টাসো। আদিবাসী জমি রক্ষা কমিটি ও ট্রান্সফারড এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশন অর্থাৎ টাসো’র পক্ষে এদিন এক বিশাল মিছিল ইসলামপুর বাস টার্মিনাস থেকে শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে পৌছায়। মহকুমা শাসকের দপ্তরের সামনে ইসলামপুরকে জেলা ঘোষনার দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী জমি রক্ষা কমিটি ও ট্রান্সফারড এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশন অর্থাৎ টাসো’র নেতা কর্মীরা। টাসো’র কেন্দ্রীয় কমিটির নেতা পাসারুল আলমের নেতৃত্বে এক প্রতিনিধি দল ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে চার দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করে। মিছিলে অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা। টাসো’র নেতা পাসারুল আলমের অভিযোগ রাজ্য সরকারের গাফিলতির কারণেই ইসলামপুরকে আলাদা জেলা করা হচ্ছে না। যতদিন না ইসলামপুরকে আলাদা জেলা ঘোষনা করা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। উল্লেখ্য, ইতিপূর্বে বহুবার ইসলামপুরকে জেলা ঘোষনার দাবীতে টাসো সহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন স্তরের মানুষ আন্দোলন সংঘটিত করেছে। বিরোধী দল ও শাসকদলের জনপ্রতিনিধিরাও একই দাবীতে ইতিপূর্বে সরব হয়েছেন। কিন্তু ফলপ্রসূ হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here