ইলেকট্রিক শক লেগে বুনো হাতির মৃত্যু ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্ৰেফতার করল বনদফতর।

0
326

আলিপুরদুয়ার। ইলেকট্রিক শক লেগে বুনো হাতির মৃত্যু ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্ৰেফতার করল বনদফতর।

গত 22 আগষ্ট কালচিনি ব্লকের সাঁতালি এলাকায় সুজিত ওরাও ও অজিত ওরাও এর ধান ক্ষেতে বিদ‍্যুৎ শক লেগে মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক বুনো হাতির এই ঘটনার পর থেকেই অভিযুক্ত দুজন পলাতক ছিল।
হ‍্যামিল্টণগঞ্জ রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী জানান আজ দুজনকে কালচিনি ব্লকের গুদামডাবড়ী এলাকা থেকে গ্ৰেফতার করা হয়েছে এবং আলিপুরদুয়ার কোর্টে তোলা হল এবং এদের বিরুদ্ধে বন‍্যপ্রাণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here