ইডি-সিবি আই নিয়ে তৃণমূলের আন্দোলন কে চোর বাচানোর আন্দোলন বলে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির, চোরের মায়ের বড় গলা বললেন সুকান্ত
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩ আগস্ট— ইডি সিবি আই নিয়ে তৃণমূলের আন্দোলনকে চোর বাচানোর আন্দোলন বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের। একই সাথে মুখ্যমন্ত্রীর শাড়ি নিয়েও কটাক্ষ করতে পিছপা হননি বিজেপির রাজ্য সভাপতি । শনিবার বালুরঘাটে একটি সাংবাদিক বৈঠকে ইডি সিবিআই নিয়ে তৃণমূলের আন্দোলন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস এখন চোর বাঁচাও আন্দোলনে নেমেছে । আগাগোড়া চুরির পাপে কালো হয়ে গেছে তারা । মাননীয়া মুখ্য মন্ত্রীর সাদা শাড়ি এই মুহুর্তে কয়লা, পাথর এবং গরু পাচারের কালো কালিতে লিপ্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার । উল্লেখ্য একের পর এক তৃণমূল নেতাদের ইডি, সিবিআই দ্বারা গ্রেপ্তারের প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে রাস্তায় নেমে আন্দোলনে নেমেছে তৃণমূল । এদিন সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ।