ইডি,সিবিআই হুঁশিয়ারি ছাড়া বিজেপির হাতে আর কিছু নেই। কিন্তু আমরা উন্নয়নে বিশ্বাসী।আমাদের হাতে পুলিশ,সিআইডি,আইবি আছে। এসব সমাধান নয়। গঙ্গারামপুরে ব্লকের সুকদেবপুরে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমন করলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।
চৈত্রের তাপদহে প্রায় ঘর বন্দি হবার দশা। দুপুরের পর থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হচ্ছে। তবুও ভোট প্রচারে খামতি রাখছেন না কোনো দলের প্রার্থীরা।
বৃহস্পতিবার প্রখর রোদ মাথায় নিয়ে গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুরে ভোট প্রচারে হাজির হন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। সুকদেবপুর হাট খোলায় হাজির হয়ে কালীমন্দিরে পুজো দেন। এরপর নির্বাচনী সভা করেন। বিপ্লব বাবুর সঙ্গে প্রচারে বেরিয়ে ছিলেন কুশমন্ডির বিধায়ক রেখা রায়।
সুকদেবপুর হাট খোলায় নির্বাচনী সভা থেকে বিজেপি ও বামকে কটাক্ষ করেন
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ইডি,সিবিআই হুঁশিয়ারি ছাড়া বিজেপির হাতে আর কিছু নেই। কিন্তু আমরা উন্নয়নে বিশ্বাসী...