
পড়ুয়াদের অনুপ্রেরণা:ইসলামপুরের মুখ উজ্জ্বল করলো ছৌসিয়া এলাকার মহম্মদ মঞ্জর হুসেইন আঞ্জুম(প্রিন্স)। ইউপিএসসি পরীক্ষায় 125 র্যাঙ্ক করে ইসলামপুরের ইতিহাসে প্রথম আই এ এস হিসেবে নাম লেখালো প্রিন্স। শুক্রবার খবর পৌঁছতেই ইসলামপুর জুড়ে খুশির হাওয়া। এই খবর পেয়েই এই আনন্দের খবর দিতে প্রিন্সের মাকে ফোনে শুভেচ্ছা o অভিনন্দন জানান রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী। শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে প্রিন্সের ইসলামপুরের ছৌসিয়ার বাড়িতে মন্ত্রী রব্বানীর স্ত্রী তথা প্রিন্সের মাসি পৌঁছান। তবে প্রিন্স নামেই ওই পড়ুয়াকে এলাকায় পরিচিত। তাই প্রিন্স এই মুহূর্তে রাজ্যের বাইরে থাকলেও ওর মা সহ পরিবারের অন্যান্যদের শুভেচ্ছা জানাতে ছৌসিয়ার বাড়িতে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে। পরিবার সূত্রেই জানা গিয়েছে, প্রিন্স ছেলেবেলা থেকেই খুব প্রতিযোগীতা মনস্কতার ছেলে ছিলেন। ইসলামপুরের বেসরকারী ইংরেজী মাধ্যমের স্কুলে প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা সম্পন্ন করার পর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং আই আই টি টপ করার পর দেশের সর্বোচ্চ ডিগ্রি প্রাপকদের তালিকায় প্রিন্স। ইসলামপুরে এ ধরনের একজন প্রতিভার আত্মপ্রকাশে রীতিমতন গর্বিত এলাকাবাসী। এ খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় যেন আনন্দের ঝড় বইছে।