হরিরামপুর, ২১ মে ——– আস্ত টাওয়ার চুরির ঘটনা! প্রকাশ্য দিনের আলোতে চোরের এমন কান্ডে রীতিমতো তাজ্জব এলাকার বাসিন্দারা। যদিও বাসিন্দাদের তৎপরতায় পুলিশ গ্রেফতার করেছে ওই অভিযুক্তকে। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের শিরষি গ্রাম পঞ্চায়েতের দান গ্রাম বাসস্ট্যান্ড এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত ওই অভিযুক্তর নাম রেজাউন আলী। বাড়ি মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন দুপুরে দানগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বহু পুরোনো একটি বিএসএনএল টাওয়ার চুরির ঘটনা ঘটে। প্রায় চার মাস ধরে অকেজো হয়ে পড়েছিল বিএস এনএলের ওই টাওয়ারটি বলে স্থানীয় সূত্রের খবর। এদিন দুপুরে সকলের নজর এড়িয়ে কালিয়াচকের সুজাপুর এলাকার বাসিন্দা তথা ধৃত ওই যুবক ভেন্টিলেটর ভেঙ্গে ঢুকে পরে টাওয়ারের ঘরটিতে। যাবতীয় জিনিসপত্র ভেঙে নিয়ে যেতে উদ্যত হয়। এদিকে এই বিষয়টি বেশকয়েকজন চাক্ষুষ করে ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে। যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। যে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছে ওই টাওয়ার চোরকে গ্রেফতার করে হরিরামপুর থানার পুলিশ। কি কারণে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ওই চুরি যাওয়া টাওয়ারের সামগ্রী গুলি তা নিয়ে জোর তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী তরুণ চৌধুরী ও বিপুল সিংহ রায়রা বলেন, এদিন দুপুরে টাওয়ার ভাঙ্গার শব্দ শুনতে পান তারা। যা চাক্ষুষ করতেই লোকজন নিয়ে ওই যুবককে পাকড়াও করেন তারা। ভেন্টিলেটর ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে টাওয়ারের মালপত্র নিয়ে যাচ্ছিল সে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায়।