আসামি যখন সরকারি অনুষ্ঠানে অতিথি – ভিডিও পোস্টে কটাক্ষ বিজেপির, পাল্টা তৃণমূলের তির

0
97

আসামি যখন সরকারি অনুষ্ঠানে অতিথি – ভিডিও পোস্টে কটাক্ষ বিজেপির, পাল্টা তৃণমূলের তির
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১১ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর।সরকারি মিলনমেলা অনুষ্ঠানে ‘অভিযুক্ত’ তৃণমূল ছাত্রনেতার উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কয়েক দিন আগে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিডিও অফিস প্রাঙ্গণে আয়োজিত সরকারি মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা মিলন বর্মন। সেই অনুষ্ঠানের ভিডিও ও স্টিল ফটো পোস্ট করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে কটাক্ষ করা হয়েছে — “আসামি যখন সরকারি অনুষ্ঠানের অতিথি” শিরোনামে।
বিজেপির পোস্টে উল্লেখ করা হয়েছে, জেলা পুলিশ সুপারের সই জাল করে এক যুবককে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার অভিযোগে অভিযুক্ত মিলন বর্মনের বিরুদ্ধে এখনো মামলা চলছে বালুরঘাট আদালতে। অথচ তাঁকে রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে সরকারি মঞ্চে সংবর্ধনা দিতে দেখা যাচ্ছে।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা পরিষদের সদস্য ও জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ, সমাজসেবী সুব্রত ধর, তপন ব্লক তৃণমূল সভাপতি সমীর রাহা-সহ বহু বিশিষ্টজনেরা।
জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী অভিযোগ করে বলেন,“ওই ছাত্রনেতার বিরুদ্ধে পুলিশ সুপারের সই জাল করে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় বিচার চলছে। অথচ প্রশাসন ও শাসক দলের নেতারা তাঁকে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছেন— সেটাই আমরা তুলে ধরেছি।”
অন্যদিকে,জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন,“কারও বিরুদ্ধে মামলা মানে সে দোষী নয়। বিচার প্রক্রিয়া আদালতে চলছে। বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই উল্টোপাল্টা অভিযোগ করছে।”
অভিযুক্ত তৃণমূল নেতা মিলন বর্মন নিজে বলেন,
“বিজেপি নেতারা ভিত্তিহীন প্রচার চালাচ্ছে। তৃণমূলকে হেয় করার জন্য মিথ্যা রটনা ছড়াচ্ছে তারা। এতে তাদের কোনো লাভ হবে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here