১৭ই জুলাই, ইটাহারঃ আসন্ন বকরি ঈদ উপলক্ষে হাট থেকে গরু কিনে যাওয়ার পথে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ গরু ব্যবসায়ী সহ গুরুতর আহত আরো ১ জন। এদিন দুপুরে মর্মান্তিক পথ দূর্ঘটনার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দশমথ এলাকায় ৩৪নং জাতীয় সড়কের উপরে। স্থানীয় ও ঘাতক পিকআপ ভ্যানের যাত্রী সূত্রে জানাযায়, এদিন মালদহ জেলার কালিয়াচক ব্লকের ৮ জন গরু ব্যবসায়ী বকরি ঈদ উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দূর্গাপুর হাট থেকে বেশকটি গুরু ও ছাগোল কিনে মালদহের কালিয়াচকের উদ্দেশ্যে যাওয়া পথে ইটাহার থানার দশমথ এলাকায় জাতীয় সড়কের উপরে উলটো দিক থেকে রায়গঞ্জ মুখে আসা অন্য একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দশমথ এলাকায়। পিকআপ ভ্যানের যাত্রী সূত্রে জানাযায়, রায়গঞ্জ মুখী পিকআপ ভ্যানটি ভূল পথ দিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীরা তরিহরি দুটি পিকআপ ভ্যানের গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গরু ব্যবসায়ী মহম্মদ আর্জুন শেখকে মৃত বলে ঘোষনা করে এবং ওই পিকআপে থাকা মহম্মদ দিলীপ শেখ গুরুতর জখম হওয়ার ফলে তাকে চিকিৎসকরা মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করে। আঘাত গুরুতর না হওয়ায় অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে আরো জানাযায়, মৃত ব্যাক্তির বাড়ি মালদা জেলার কালিয়াচক ব্লকের খাররাতপুর এলাকায়। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থেলে যায় ইটাহার থানার পুলিশ। পুলিশ গিয়ে ঘাতক দুটি পিকআপ ভ্যান সহ গবাদিপশু দের আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় ইটাহার থানার পুলিশ।