আলিপুরদুয়ার জেলায় বিজেপি শিবিরে ভাঙ্গন অব‍্যাহত । আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ বিজেপির জেলার শীর্ষ নেতৃত্ব দল ছাড়ার পর বিজেপি যেন ভাঙ্গনের মুখে পরেছে ৷

0
411

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলায় বিজেপি শিবিরে ভাঙ্গন অব‍্যাহত । আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ বিজেপির জেলার শীর্ষ নেতৃত্ব দল ছাড়ার পর বিজেপি যেন ভাঙ্গনের মুখে পরেছে ৷ প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যরা দল ছেড়ে তৃনমুল কংগ্রেসে যোগ দিচ্ছেন ৷ রবিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আলিপুরদুয়ারের আসার কয়েক ঘন্টা আগে আলিপুরদুয়ার জেলা তৃনমুল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধান ৷ ফলে এদিন বিজেপির হাত থেকে তৃনমুল কংগ্রেসের দখলে গেল আলিপুরদুয়ারের দুই নম্বর ব্লকের তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েত ৷ এছাড়া কুমারগ্ৰাম পঞ্চায়েত সমিতির তিন জন বিজেপি সদস্যও তৃণমূলে যোগদান করে এদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here