আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার দু নাম্বার ব্লকের শামুকতলায় ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দুটি দোকান ও একটি ঘর । এদিন সকাল ৯.৩০ নাগাদ শামুকতলা এলাকার সমীর বর্মণের গালামাল দোকানে আগুন লাগে । মুহূর্তের মধ্যে আগুন পাশের রাহাবিয়া মুর্মুর ঘরে এবং রাজেন্দ্র পালের ফার্ণিচার দোকানে ছড়িয়ে পড়ে । ঘটনাস্থলে আলিপুরদুয়ার থেকে দমকলের একটা ইঞ্জিন এসে এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।পরবর্তীতে এলাকার বাসিন্দারা শামুকতলায় দমকল কেন্দ্র স্থাপনের দাবিতে আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়ক অবরোধ করে ।প্রায় দুই ঘণ্টা পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে কুমারগ্ৰাম বিধায়ক জেমস কুজুর পৌছে বাসিন্দাদের আশ্বাস দেয় দমকল কেন্দ্র স্থাপনের। বিধায়কের আশ্বাস পেয়ে অবরোধ উঠিয়ে নেয় বাসিন্দারা ।
