আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারে এসে ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠন করা নিয়ে সরব হল সেচমন্ত্রী মানস ভুঁইয়া। এদিন আলিপুরদুয়ারে প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন মন্ত্রী এবং বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানান ভারত বাংলাদেশ, ভারত নেপাল যৌথ নদী কমিশন আছে কিন্ত ভুটান মিত্র রাষ্ট্র তাও কেন্দ্র সরকার ভারত ভুটান যৌথ নদী কমিশন করে নাই। ভুটান থেকে 76 টা নদী নেমে এসেছে এবং প্রতিবছর বর্ষায় এই নদী গুলো উত্তরবঙ্গ তছনছ করে দিচ্ছে। বারংবার বলা সত্বেও কোনো উদ্যোগ নেয় নেই কেন্দ্র বলে এদিন জানান মন্ত্রী মানস ভুঁইয়া।
এদিন আলিপুরদুয়ার এক ব্লকের শালকুমার এলাকার জলদাপাড়া শিশিমাড়া নদী বাঁধ ও ভাঙ্গন পরিদর্শনে যান মন্ত্রী এবং শিশামারা পরিদর্শন করে ও ভারত ভুটান যৌথ নদী কমিশন গড়ার কথা তিনি বলেন।
ওপরদিকে সেচমন্ত্রীকে কটাক্ষ করল বিজেপি বিধায়ক বিশাল লামা। তিনি জানান মন্ত্রীরা উত্তরবঙ্গে আসে ঘোরাঘুরি করে চলে যায়। নিজের দফতরের কাজ ঠিক মত করতে পারছেনা আর কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছে।