আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারের ফালাকাটার মুজনাই নদী পারাপার করতে গিয়ে নদীতে ডুবে গেল একটি থার্মোকলের ভেলা।প্রতিবছর বর্ষায় এলাকার বাসিন্দারা এই থার্মোকলের ভেলা ব্যাবহার করে নদী পারাপার করেন। ঘটনায় নিখোঁজ এক ব্যাক্তি। নিখোঁজ ব্যাক্তির নাম আনন্দ ভট্টাচার্য। বয়স আনুমানিক ৪০ বছর l তাঁর খোঁজে আজ তল্লাসি চলছে।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ফালাকাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বড়ডোবা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মুজনাই নদী পারাপার করছিল একটি ভেলা। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর জলের টান বেশি থাকায় মাঝ নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। ফলে মাঝনদীতে আসতেই সেটি উলটে যায়। সেই সাথে ভেলায় থাকা ওই ব্যক্তিও নদীতে পরে যান, এখন পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ, সিভিল ডিফেন্স এর কর্মীরা রয়েছেন।স্পিড বোট নামিয়ে শুরু হয়েছে তল্লাশি এখন ও হদিশ মেলেনি ওই ব্যাক্তির।
বাইগ : 1)প্রত্যক্ষদর্শী
2)প্রত্যক্ষদর্শী
3)জয়ন্ত অধিকারী ওয়ার্ড কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান ফালাকাটা পুরসভা
4)প্রদীপ কুমার মুহুরী চেয়ারম্যান ফালাকাটা পুরসভা
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ারের ফালাকাটার মুজনাই নদী পারাপার করতে গিয়ে নদীতে ডুবে গেল একটি থার্মোকলের...