আলিপুরদুয়ারঃশেষ হল লকডাউন পরিস্থিতি তিন বছর খুললো আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাঁ চাইনিজ লাইন ভুটান গেট‌

0
267

আলিপুরদুয়ারঃশেষ হল লকডাউন পরিস্থিতি তিন বছর খুললো আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাঁ চাইনিজ লাইন ভুটান গেট‌। ভুটান প্রশাসনের পক্ষ থেকে সোমবার এগারোটা নাগাদ খুলে দেওয়া হয় চাইনিজ লাইন ভুটান গেট । উপস্থিত ছিলেন ভুটান ফুণ্টশোলিং এর এস ডি ও কর্মা জুগমি পাশাপাশি জয়গাঁ এলাকায় এস এস বি ৫৩ ব‍্যাটালিয়ানের সহকারী কমাণ্ডেণ্ট ও এস এস বি জ ওয়ানরা , এছাড়া জয়গাঁ এলাকার প্রধান ,জেলাপরিষদের সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
চাইনিজ লাইন ভুটান গেট দিয়ে হাটাপথে শুধুমাত্র ভুটানে কাজ করতে যাওয়া শ্রমিকরা যাতায়াত করতে পারবে যাদের কাছে ভুটানের ওয়ার্ক পারমিট আছে।
এই ভুটান গেটের সামনে এস এস বি চেকপোস্ট তৈরি হয়েছে । এই গেটে এস এস বি জওয়ানরা থাকবে ।
এই বিষয়ে উল্লেখ্য করোনা সময় লকডাউন জারী হয় তখন এই চাইনিজ লাইন ভুটান গেট ও বন্ধ হয়ে যায় এবং তবে থেকে এই এলাকায় জয়গাঁর সমস্ত দোকানপাট বন্ধ। গত বছর ২০২২ সেপ্টেম্বর মাসে প্রধান ভুটান গেট খুলে গেলেও চাইনিজ লাইন ভুটান গেট খুলেনি। যার দরুণ ঐ এলাকায় একপ্রকার লকডাউন ছিল এতদিন। আজ গেট খোলায় খুশি এই এলাকার বাসিন্দারা। তারা জানান আমরা আশা করছি আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here