আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহড়ে অভিষেক ব্যানার্জির রোড শো। আলিপুরদুয়ার লোকসভা তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক এর সমর্থনে রোড শো আয়োজিত। আলিপুরদুয়ার শহড়ে অভিষেকের রোড শো উপলক্ষে কয়েক হাজার তৃণমূল কর্মীরা উপস্থিত আছে।
আলিপুরদুয়ার কলেজহল্ট থেকে শুরু হয় এই রোড শো আলিপুরদুয়ার চৌপথি ওবধি হবে এই রোড শো