আলিপুরদুয়ার জয়গাঁ গোপীমোহন ময়দানে চলছে আতশবাজি বাজার

0
216

আলিপুরদুয়ার জয়গাঁ গোপীমোহন ময়দানে চলছে আতশবাজি বাজার। রীতিমতো ক্রেতাদের ঢল নেমেছে আতশবাজি বাজারে। প্রশাসনের পক্ষ থেকে এবছর জয়গাঁ গোপীমোহন ময়দানে আতশবাজি বাজার করা হয়েছে। যেখানে গ্ৰীন আতশবাজি বিক্রি হচ্ছে। বাজি বিক্রেতারা জানান এবছর হেলিকপ্টার বাজি, ড্রোন বাজি খুব বিক্রি হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here