পথ দুর্ঘটায় মৃত্য হল এক চালকের। আলিপুরদুয়ার জেলার নিমতি এলকায় ৩১ নং জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনা ঘটে। অসম থেকে কোলকাতা গামী একটি পিক আপ গাড়ি নিমতি এলাকায় সড়কের ধারে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয় এই ঘটনায় পিক আপ চালক কোলকাতা বাসিন্দা মহঃ আলম গুরুতর আহত হয় তাকে নিমতি আউট পোষ্টের পুলিশ উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাচ্ছে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার জেলার নিমতি এলকায় ৩১ নং জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনা ঘটে।