আলিপুরদুয়ার জেলার নাগরিকদের দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দিতে জিপিএস ব্যবস্থা চালুর সিদ্ধান্ত জেলা প্রশাসনের।

0
309

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার নাগরিকদের দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দিতে জিপিএস ব্যবস্থা চালুর সিদ্ধান্ত জেলা প্রশাসনের।
অ্যাম্বুলেন্স পরিষেবার অভাবে অকালে যাতে কেউ প্রাণ না হারান এই লক্ষ্য নিয়ে চলছে প্রশাসন।

সম্প্রতী জেলার দলগাঁও বীরপাড়া এলাকায় ঢেকলা পাড়া চা বাগানে এক শ্রমিকের মৃত্যু হয় সঠিক সময়ে অ‍্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে। এছাড়াও অতিরিক্ত ভাড়ার চাপে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে রোগীদের বাড়ি নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় একাধিক রোগীর পরিবারকে। সেই সময় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বাড়ি ফিরতে পেরেছেন একাধিক রোগীর পরিবার। এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনে জেলার বিভিন্ন অ্যাম্বুলেন্স চালক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রশাসনিক আধিকারিকরা। এই বৈঠকে সমস্যা সমাধানে নাগরিকদের দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দিতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথমত জেলার বিভিন্ন হাসপাতাল ও ব্লকের আধিকারিকদের সঙ্গে অ্যাম্বুলেন্স চালক ও জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের যোগাযোগ থাকবে।এই নিয়ে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এই বিষয়ে জেলাশাসক আর বিমলা জানান,”মোট ১২০ টি অ‍্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা হয়েছে।তাদের নিয়ে হোয়াটসঅ‍্যাপ গ্রুপ তৈরি হবে।তবে চালকদের কাছে অনুরোধ তাদের কাজে ত‍ৎপরতা নিয়ে আসার।”

অসুস্থ রোগীর আশেপাশে থাকা অ্যাম্বুলেন্স খুঁজে বের করতে প্রত্যেক অ্যাম্বুলেন্সে জিপিএস ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যবস্থা চালু হলে, যে কোনও রোগীকে চিকিৎসার জন‍্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব‍্যবস্থা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here