আলিপুরদুয়ার জেলার উত্তর রায়ডাক বনবিভাগের হাতিপোতা রোড লাল পুল সংলগ্ন কার্তিকা জঙ্গলে বুনো হাতির সামনে পড়ে যায় এক অটো ভ্যান, অল্পের জন্য প্রাণে বাঁচেন অটো ভ‍্যানের খালাসী ও ড্রাইভার

0
682

বিশ্বজিৎ চক্রবর্তী,আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার উত্তর রায়ডাক  বনবিভাগের হাতিপোতা রোড লাল পুল সংলগ্ন কার্তিকা জঙ্গলে  বুনো হাতির সামনে পড়ে যায় এক অটো ভ্যান, অল্পের জন্য প্রাণে বাঁচেন অটো ভ‍্যানের খালাসী ও ড্রাইভার লাল রঙের মালবাহী অটগাড়িটি বুনো হাতির মুখোমুখি হয়ে পড়ে ।  অটো গাড়িটি চালক উপস্থিত বুদ্ধির জেরে বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায় ।

অটোগাড়িটি হাতি দেখে গাড়ি ঘুরিয়ে দেয় এবং তারপরেও খানিকটা পথ অটোর পিছু ধাওয়া করে হাতিটি। এই ঘটনায় খানিকক্ষণ এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায় দুই ধারে গাড়ি আটকে পড়ে । পরবর্তীতে হাতিটি জঙ্গলে চলে গেলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here