কোচবিহার :- আলাদা রাজ্যের দাবিতে কোচবিহার শহরের মহা মিছিল আয়োজন করলো কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)কোচবিহার জেলা কমিটি। এদিন কোচবিহার শহরের রাসমেলা ময়দান থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ ধরে পুনরায় রাস মেলা ময়দানে গিয়ে শেষ হয়। মিছিলের মাধ্যমে উত্তরবঙ্গের ৮টি জেলা কে নিয়ে আলাদা রাজ্য দাবি জানান । তারা বলেন ইতিহাস সম্পর্কে অনেকেই জানা নেই । ভাই যেভাবে একটি জেলা উন্নয়ন হবে ঠিক উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলে উন্নয়ন ঘটবে ।
Home বাংলা উত্তর বাংলা আলাদা রাজ্যের দাবিতে কোচবিহার শহরের মহা মিছিল আয়োজন করলো কামতাপুর পিপলস পার্টি...