কোচবিহার :- আর্থিক লেনদেনের কারণে এক ব্যক্তিকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে। ঘটনায় মঙ্গলবার রাতে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় । মৃত ওই ব্যক্তির নাম প্রদিপ মজুমদার (৫৯)। খবর পেয়ে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানা পুলিশ । মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিবেশী সমৃষ্ঠা গোস্বামী কাছে টাকা পয়সা পেতেন প্রদীপ মজুমদার । সেই টাকা পয়সা তাড়া দিচ্ছিল না বহুদিন ধরেই বলেই জানা যায়। আজ রাতে সমৃষ্ঠা গোস্বামী বাড়িতেই ঝুলন্ত অবস্থায় প্রদীপ মজুমদারের দেহ পাওয়া গিয়েছে। জানিয়ে বিভিন্ন রহস্য ডানা বেঁধেছে।
মৃত প্রদিপ মজুমদারের দাদার অভিযোগ, সমৃষ্ঠা গোস্বামী নামে ঐ মহিলার কাছে টাকা পেত তার ভাই। সেই টাকা চাইতে এলে সেটা দিচ্ছিল না ও বিভিন্নভাবে হুমকি দিত উল্টো তারা। আজ হঠাৎই ওই মহিলা তাকে ফোন করে বলে তার বাড়িতে আসার জন্য
। তিনি এই মহিলার বাড়িতে আসার পর দেখে তার ভাই ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে । এরপরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তার ভাইয়ের অভিযোগ ওই মহিলা ও তার পরিবারের লোকজন তার ভাইকে মেরে ঝুলিয়ে দিয়েছে।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে সমৃষ্ঠা গোস্বামী নামে ওই মহিলা। তার দাবি ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না ।