আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ব্যাডমিন্টন খেলোয়াড় পর্না দত্তের। জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন থেকে বিনা পারিশ্রমিকে শেখালেও ন্যাশনাল বা উচ্চস্তরের প্রতিযোগিতায় খেলা চালানোর মতো আর্থিক সঙ্গতি না থাকায় ধুঁকছে পর্নার খেলোয়াড় জীবন। পর্না ও জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যদি কোনও সহৃদয় প্রভাবশালী ব্যক্তি আর্থিক সহযোগিতা করে তাহলে এই প্রতিভাবান খেলোয়াড় ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহন করে জয়লাভ করবে এবং বাড়বে উত্তর দিনাজপুর জেলার গর্ব। নইলে সমূলেই বিনষ্ট হয়ে যাবে পর্না দত্তের খেলোয়াড় জীবন।
রায়গঞ্জ শহরের বাসিন্দা পেশায় একটি সংস্থার কর্মী, মা সামান্য গৃহবধূ। তাঁদেরই একমাত্র মেয়ে পর্না দত্ত একজন প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়। ইতিমধ্যেই রাজ্যস্তরে সাব জুনিয়র স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়েছে। আন্তরাজ্য প্রতিযোগিতায় বহু ট্রফি মেডেলের অধিকারিনী হয়ে সে। আগামীতে তার লক্ষ্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং জেলা তথা রাজ্যের মুখ উজ্জ্বল করা। কিন্তু তার এই অভিলাসে ও প্রতিভা বিকাশে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে চরম আর্থিক প্রতিকূলতা। ব্যায়বহুল এই খেলায় খরচ যোগানোর মতো আর্থিক সঙ্গতি নেই দত্ত পরিবারের। উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল ঘোষ জানিয়েছেন, সংস্থার পক্ষ পর্নাকে এখানে বিনা পারিশ্রমিকে শেখানো হয়। কিন্তু তার লক্ষ্যকে জাতীয় স্তরে পৌঁছতে নিয়ে যেতে গেলে প্রয়োজন স্পনসরের। তাঁর আবেদন কোনও সহৃদয় বা প্রভাবশালী ব্যক্তি যদি পর্নার আগামীদিনের খেলার খরচ জোগায় তাহলে পর্না অনেকদূর পর্যন্ত পৌঁছাতে পারবে। দুস্থ প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় পর্না দত্ত মিডিয়ার মাধ্যমে আবেদন করেছে আর্থিক সহযোগিতার। এখন দেখার কেউ কোনও সহৃদয় ব্যক্তি পর্না দত্তের খেলোয়াড় জীবনের উন্নতি ঘটাতে এগিয়ে আসেন কিনা। নইলে সমূলেই বিনষ্ট হয়ে যাবে রায়গঞ্জের প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় পর্না দত্তের উন্নতির শিখরে পৌঁছানোর স্বপ্ন ও সাধ।