আমিও টার্গেট, অভিষেকও টার্গেট! আমাদের জীবন নিয়ে নিতে পারে ওরা। প্রকাশ্য সভা থেকে মমতার মন্তব্যে আলোড়ন কুমারগঞ্জে। ষড়যন্ত্রের আশঙ্কা
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ এপ্রিল ——- মমতা ও অভিষেকের প্রাণহানির আশঙ্কা! কুমারগঞ্জে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে নির্বাচনী সভা করতে এসে এমনই আশঙ্কা প্রকাশ করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাকে ঘিরে রীতিমতো আলোড়ন পরিস্থিতি তৈরি হয়েছে দলের নেতা কর্মীদের মধ্যে। প্রসঙ্গত, রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে এদিনই ছিল শেষ রবিবাসরীয় প্রচার। ছুটির দিনে দলীয় প্রার্থীর হয়ে সেই প্রচার ঝড় তুলতে একইদিনে দুটি সভা করতে দক্ষিণ দিনাজপুরে আসেন তৃণমূল সুপ্রিমো। এদিন কুমারগঞ্জের চকরাম রাই মাঠে বিপ্লব মিত্রের সমর্থনে প্রথম সভা করতে উঠেই নিজের প্রাণহানির আশঙ্কার কথা প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। একইসাথে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানিরও আশঙ্কা করেছেন তিনি। প্রকাশ্য সভা মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চারিদিকে এই যে বোমা টোমা ফাটানোর কথা ওরা বলছে না, তাতে আমিও টার্গেট অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এতো ভয়ঙ্কর এরা। তাই মনে রাখবেন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি নানারকম চক্রান্ত এরা পুলওয়ামাতে করেছিল। এই চক্রান্ত ভেঙে দেবোই আমরা। মমতার যে বক্তব্যে শুধুমাত্র দলের নেতা কর্মীরাই নন, অবাক হয়েছেন এদিন সভায় হাজির হওয়া সাধারণ মানুষেরাও। তবে কি মমতা ও অভিষেকের বিরুদ্ধে কোন বড়সড় ষড়যন্ত্র চলছে ? খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন আশঙ্কায় উঠে এসেছে এমনই সব প্রশ্ন।