গঙ্গারামপুর,১২ মার্চ : আমচকায় ব্যাংকে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অল্পের থেকে রক্ষা পেয়েছে যাবতীয় নথি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে।
প্রতিদিনের মত এদিনও গঙ্গারামপুর থানার ফুলবাড়ি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্বাভাবিক ভাবে কাজ চলছিল। আমচকায় ব্যাংকে ভেতরে কালো ধোঁয়ায় ছেড়ে যায়। এতে ব্যাংকের কর্মী ও গ্রহকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কের ছড়ায়। কোথা থেকে ধোঁয়া ছড়াচ্ছে সেটা নিয়ে বিভ্রাটে পড়েন ব্যাংক কর্মীরা। এরপরে তাদের নজরে আসে ব্যাংকের বাইরে আগুন লেগেছে। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে ছুটে যায়।