আবাস যোজনার তথ্য সংগ্রহ করতে গিয়ে বাসিন্দাদের হাতে ঢোলাই খেলেন সরকারী কর্মীরা

0
552

আবাস যোজনার তথ্য সংগ্রহ করতে গিয়ে বাসিন্দাদের হাতে ঢোলাই খেলেন সরকারী কর্মীরা, বালুরঘাটে দিনভর কাজ বন্ধ রেখে প্রতিবাদ পঞ্চায়েত কর্মীদের 

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১০ আগস্ট –––  আবাস যোজনার ঘরের লিস্টের তথ্য যাচাই করতে গিয়ে বাসিন্দাদের হাতে ঢোলাই খেলেন সরকারী কর্মীরা। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতগুলিতে দিনভর কাজ বন্ধ রেখে বিক্ষোভ পঞ্চায়েত কর্মীদের। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটে।  জানা যায়, সোমবার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের শরনগ্রামে সরকারি প্রকল্পের ঘরের তালিকা যাচাই করতে যান পঞ্চায়েত কর্মীরা। যেখানে পৌছাতেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সরকারী কর্মীরা । মারধরও করা হয় তাদের বলেও অভিযোগ। যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।  যার প্রতিবাদে এদিন কাজ বন্ধ রেখে পঞ্চায়েতকর্মীরা বালুরঘাট ব্লকের বিডিও, জেলা পঞ্চায়েত আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানান৷ এদিন দুপুরে বালুরঘাট স্টেডিয়ামে প্রায় ১১টি গ্রাম পঞ্চায়েতের ৬০ জন কর্মী একত্রিতভাবে ঘটনার প্রতিবাদ জানান। অভিযুক্তদের শাস্তি না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনে শামিল হবেন বলেও এদিন হুশিয়ারি দেওয়া হয়েছে পঞ্চায়েত কর্মীদের তরফে।

উল্লেখ্য, সোমবার  বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের দু’জন সরকারি কর্মী এলাকার শরনগ্রামে আবাস যোজনার ঘরের তালিকা যাচাই করতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন বাসিন্দাদের।   দেওয়া হয় মারধরও। তাদের দাবী  সরকারী কর্মীরা যে লিস্ট এনেছেন সেটি সম্পুর্ন ভুয়ো । ঘটনার পর আক্রান্ত ওই পঞ্চায়েত কর্মীদের চিকিৎসার জন্য ভর্তিও করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। 


বাবুন রায় ও সপ্তর্ষি রায় নামে আহত ওই দুই পঞ্চায়েত কর্মী বলেন, বিডিও অফিস থেকে দেওয়া তালিকা নিয়ে এলাকায় যেতেই তাদের মারধর করা হয়েছে। তাদের লিস্ট ভুয়ো বলেই মারা হয়েছে। যার প্রতিবাদেই এদিন কাজ বন্ধ রেখেছেন সকল পঞ্চায়েত কর্মীরা। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আগামীতে বড়সড় আন্দোলনে নামবেন তারা।
যদিও বালুরঘাট ব্লকের বিডিও অনুজ শিকদার জানিয়েছেন, পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here