আলিপুরদুয়ার: আবারো হাতির হানায় সর্বশান্ত হলো এক গরিব পরিবার।মুষলধারে বৃষ্টির মধ্যে দোকান ঘর ছেড়ে পালিয়ে কোনোমতে প্রাণ বাঁচল পরিবারের সদস্যদের।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সিনচুলা চা বাগানে।রবিবার গভীর রাতে বক্সার জঙ্গল থেকে বেরিয়ে একটি বুনহাতি চিনচুলা চা বাগানের বেশ কিছু বাড়িতে হামলা চালায় ।তারপর ওই বাগানের বাসিন্দা জিত গুঁড়িআ র দোকানে হামলা চালায় । সেই সময় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দোকানে ঘুমাচ্ছিলেন জিৎ। হাতি এসে দোকান ভাঙতে শুরু করতেই বাচ্চারা ভয়ে চিৎকার করতে থাকে ।হাতি দোকানের ভেতর শুর ঢুকিয়ে দিল অন্য দরজা দিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে বৃষ্টির মধ্যেই দোকান ঘর ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচায় জিৎ।দোকানের সমস্ত জিনিস নষ্ট করে, গম ও আটা সবার করে চলে যায় হাতিটি। এই দোকানের ওপরেই পুরো সংসার চলে জিতের। হাতির হানায় তার উপার্জনের পথ এখন বন্ধ। সকালে বন বিভাগের কর্মীরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান লিপিবদ্ধ করে নিয়ে যায় । কিন্তু তাতে ভরসা রাখতে পারছেন না জিৎ । কারণ আদৌ ক্ষতিপূরণ পাবেন কিনা তার কোনো ঠিক নেই।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আবারো হাতির হানায় সর্বশান্ত হলো এক গরিব পরিবার।মুষলধারে বৃষ্টির মধ্যে দোকান ঘর...