আন্দোলনে ডাক দিল কোচবিহার জেলা ব্যবসায় সমিতি

0
110

কোচবিহার:-

কোচবিহার ভবানীগঞ্জ বাজার এলাকার নামজারি নতুন নির্দেশিকা সহ বিভিন্ন দাবি সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ করে আন্দোলনে ডাক দিল কোচবিহার জেলা ব্যবসায় সমিতি । শনিবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে জেলা ব্যবসায়ী সমিতির ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোতিলাল জৈন । কোচবিহার জেলা ব্যবসায় সমিতির অধীনে রয়েছে কোচবিহার পৌরসভার অন্তর্গত ভবানীগঞ্জ বাজার সহ সমস্ত বাজার গুলো । জেলার সবথেকে বড় বাজার । বাজারের কর থেকে শুরু করে বিভিন্ন জিনিস পৌরসভার পক্ষ থেকে অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে এর আগেও তারা আন্দোলন করেছিল । ইতিমধ্যে তারা তাদের দাবিটা বানিয়ে পৌরসভার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন । সাত দিনের মধ্যে তাদের দাবি গুলো বিবেচনা করে না দেখা হলে তারা অনিষ্টকালের জন্য কোচবিহারে বাজার বন্ধ করে আন্দোলনের ডাক দেবে ।
ব্যবসায়িক সমিতির সভাপতি মোতিলাল জৈন বলেন, গত দেড় বছর ধরে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । বাজারের নাম জারি করা থেকে শুরু করে করবৃদ্ধি সহ নানা সমস্যা রয়েছে । তিনি বলেন, কোচবিহার পৌর এলাকায় যে সমস্ত দোকানগুলো রয়েছে তাদের নাম জারি করার যে টাকা সেটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। দোকান হস্তান্তরনের জন্য যে নাম জারি করা হবে সেটা আগে ১০০ টাকা ও ৪০০ টাকা ছিল তবে সেটা বাড়িয়ে ৪,৫, ও ৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে । এছাড়া পৌর বাজার গুলোর অবস্থা একেবারে বেহাল রয়েছে । বিল্ডিং গুলো ভেঙে পড়ছে বাজারে কোন রকম পানীয় জল শৌচালয় ব্যবস্থা নেই । তাকে বলা হলে তার কোন সমস্যা সমাধান হচ্ছে না । ট্রেড লাইসেন্স এর ফিস অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটাও কম করতে হবে। কেন বলেন মুখ্যমন্ত্রী বারবার কোচবিহারে এসে এই সমস্ত নিয়ে বলে গেলেও কোন লাভ হয়নি। তাই সাত দিনের সময় দিয়েছি সমাধান না হলে আমরা বাজার বন্ধ করে আন্দোলনে নামবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here