আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে মিছিল সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হল গঙ্গারামপুর থানা পুলিশ প্রশাসনের তরফে

0
566

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ২৬জুন ,দক্ষিণ দিনাজপুরঃ-আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে জেলা পুলিশ সুপারের নির্দেশে গঙ্গারামপুর থানা পুলিশ প্রশাসনের তরফে বিশেষ কর্মসুচি পালন করা হল।শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সামনে থেকে সামাজিক দুরত্ববিধি মেনে একটি মিছিল বের করা হয় পুলিশ প্রশাসনের তরফে। সেই সঙ্গে জেলা পুলিশ প্রশাসনের তরফে অতিরুক্ত পুলিশ সুপার (গ্রামীন), গঙ্গারামপুরের মহুকুমা পুলিশ আধিকারিক,থানার আইসিরা সহ বাকি পুলিশ অফিসারেরা মিলে পথ চলিত যুব সমাজকে সচেতন করেন যে,নেশা করলে তাঁদের কি ধরনের ক্ষতি হতে পারে সে বিষয়ে পুলিশের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
২৬জুন আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবস। এই দিবসকে সামনে রেখে জেলা পুলিশ সুপারের নির্দেশে গঙ্গারামপুর থানা পুলিশ প্রশাসনের তরফে বিশেষ কর্মসুচি পালন করা হয়। সামাজিক দুরত্ববিধি মেনে গঙ্গারামপুর থানা থেকে একটি মিছিল বের করা হয়।যে মিছিলে পা মেলান, অতিরুক্ত পুলিশ সুপার (গ্রামীন) ডেনডুপ সেরপা, গঙ্গারামপুরের মহুকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু,সহ বাকি পুলিশ অফিসারেরা।যে মিছিলটি গঙ্গারামপুর শহরজুড়ে পরিক্রমা করে।এর পরেই উপস্থিত পুলিস প্রশাসনের আধিকারিকেরা পথ চলিত যুব সমাজকে বুঝান মাদক খেলে কি ক্ষতি হতে পারে।যারা নেশায় আশস্ত হয়ে পরেছে তাঁদের জন্য পুলিশ প্রশাসনের তরফে যে ধরনের ব্যবস্তা নেওয়া হয়েছে সেবিষয়ে তাঁদের বুঝান৷,
এবিষয়ে জেলার অতিরুক্ত পুলিশ সুপার গ্রামীন ডেনডুপ সেরূপা জানিয়েছেন,আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সমাজ যেন কোন নেশাতে আশক্ত হয়ে না পরে তাঁর জন্য মিছিল সহ সচেতনতা মূলক প্রচার চালানো হয়েছে।
পুলিশের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here