তপন,২০ মে : আদিবাসী তৃণমূল নেতার অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে আসল তপনে। মৃতের নাম গোপাল ওরাঁও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুর সময় রেখে গেলেন স্ত্রী সহ দুই মেয়ে এক ছেলেকে।
তপন ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেহাস গ্রামের বাসিন্দা গোপাল ওরাঁও। দীর্ঘদিন ধরে তিনি তপন ব্লক তৃণমূল কংগ্রেসের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এবারে লোকসভা ভোটেও তিনি গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করেছেন। রবিবার রাতে হঠাৎ গোপাল বাবু বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট সদর হাসপাতালে। সেখানে তাঁর মৃত্যু হয়। তৃণমূল নেতা গোপালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে তপনে শোকের ছায়া নেমে আসে। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানান জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,জেলা পরিষদের সদস্য আমজাদ মন্ডল,তৃণমূল নেতা অজয় বর্মন,কৃষ্ণ কুজুর,মোজাফফর সরকাল,সুজাউল সরকার আরো অনেকে।
এবিষয়ে তৃণমূল নেতা অজয় বর্মন বলেন,গোপাল ওরাঁও আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর অকাল প্রয়ানে আমরা শোকাহত।