আদিবাসী জয় জোহর মেলার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুর জেলার জোড়দীঘি মহুগ্রাম জুনিয়ার হাই স্কুল প্রাঙ্গণ করা হয় ৩ দিনের মেলার আয়োজন

0
287

আদিবাসী জয় জোহর মেলার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুর জেলার জোড়দীঘি মহুগ্রাম জুনিয়ার হাই স্কুল প্রাঙ্গণ করা হয় ৩ দিনের মেলার আয়োজন।

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে ষষ্ঠ তম আদিবাসী জয় জোহার মেলার আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জোড়দীঘি মহুগ্রাম জুনিয়ার হাই স্কুল প্রাঙ্গনে। ৩ রা মার্চ থেকে ৫ ই মার্চ পর্যন্ত ৩ দিন ধরে চলবে এই মেলা। অতিথি বরণ ও প্রদীপ প্রজননের মধ্য দিয়ে জয় জোহর মেলার শুভ উদ্বোধন করা হয়। এদিন এই মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। রাজ্যের ১৫ টি জেলার ১০২ টি আদিবাসী অধ্যুষিত ব্লকে জয় জোহর মেলার আয়োজন করা হয়। জয় জোহার মেলা করবার মূল উদ্দেশ্য হলো আদিবাসী সম্প্রদায়ের মানুষ জনদের কালচার, রিতি রিবাজ তুলে ধরবার ও আদিবাসী সম্প্রদায়ের মানুষরাও যাতে পিছিয়ে না পড়ে সেই কারণে। প্রথম দিনের শুরুতেই সিধু কানুর ছবিতে মাল্যদান, উদ্বোধনী সংগীত, অতিথিদের বক্তব্য, গুনিজন ও মাঝিহারাম এর সংবর্ধনা, সংঙ্গীত ও নৃত্য পরিবেশনা করা হয়। মন্ত্রীর হাত দিয়ে সবুজ সাথী সাইকেল, কৃষি সরঞ্জাম ও চোখের আলো প্রকল্পের চশমা বিতরণ করা হয়। রয়েছে ছেলেদের চার দলের ফুটবল খেলা। মন্ত্রীকে দিয়ে ফুটবলে শর্ট মেরে ফুটবল খেলা শুরু করা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিনে রয়েছে ছেলে ও মেয়েদের ১০০ মিটার দৌড়, তীরন্দাজ, মহিলাদের বিস্কুট দৌড় হাড়িভাঙ্গা প্রতিযোগিতা সহ আরো বহু প্রতিযোগিতা ও অনুষ্ঠান রয়েছে। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন, বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল, বংশীহারী ব্লকের সভাপতি গণেশ প্রসাদ সহ আরো অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা ও প্রশাসনিক আধিকারিকরা।

এ বিষয়ে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন জোড়দিঘীতে আদিবাসী জয় জোহার মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে। আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষজনও এই মেলায় উপস্থিত হয়েছেন। মেলায় এসে বিতরণ করা হলো সবুজ সাথী সাইকেল কৃষি সরঞ্জাম ও চোখের আলো প্রকল্পের চশমা। জয় জোহার মাদলের ছন্দে মেতে উঠেছে আনন্দে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here