আত্রেয়ী রিভার ড্যামে স্নান করতে নেমে আবারো মৃত্যু বালুরঘাটে। বন্ধুদের সাথে ঠান্ডা পানীয় খেয়ে জলে নেমেছিল নবম শ্রেনীর ওই স্কুল ছাত্র

0
409

আত্রেয়ী রিভার ড্যামে স্নান করতে নেমে আবারো মৃত্যু বালুরঘাটে। বন্ধুদের সাথে ঠান্ডা পানীয় খেয়ে জলে নেমেছিল নবম শ্রেনীর ওই স্কুল ছাত্র

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ মার্চ ——- ড্যামে স্নান করতে গিয়ে আবারো আত্রেয়ীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু বালুরঘাটে। বুধবার দুপুরে চকভৃগুর ডাকরা এলাকায় নদীতে নেমে তলিয়ে যায় শহরের বেসরকারি একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। ঘটনাকে ঘিরে রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে শহরের চকভৃগু এলাকায়। পুলিশ জানিয়েছে ১৪ বছর বয়সী ওই স্কুল ছাত্রের নাম দীপতর্ক দে। বাড়ি বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায়। জানা গেছে নবম শ্রেণির ওই স্কুল ছাত্র এদিন তার বেশ কয়েকজন বন্ধুদের নিয়ে আত্রেয়ীর রিভার ড্যাম দেখতে যায়। যেখানে সকলে ঠান্ডা পানীয় খেয়েই নদীতে স্নান করতে নামে তারা। এরপর মুহুর্তেই জলের স্রোতে তলিয়ে যায় দীপতর্ক। ঘটনায় পিছলে পড়ে আহত হয় তার সাথে থাকা আরও দুই ছাত্র। এরপরে স্থানীয়দের তৎপরতায় ওই স্কুল ছাত্রকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। সংজ্ঞাহীন অবস্থায় ওই স্কুল ছাত্রকে তড়িঘড়ি বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েছেন মৃত ওই স্কুল ছাত্রের পরিবার। এদিকে লাগাতার এমন দুর্ঘটনার জেরে কার্যত ক্ষিপ্ত হয়ে উঠেছেন ডাকরা এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার জেরেই এলাকায় বাড়ছে এমন দুর্ঘটনা। প্রসঙ্গত, গত কয়েক মাস আগে ঠিক একইভাবে আত্রেয়ীর রিভার ড্যামে বন্ধুদের সাথে ঠান্ডা পানীয় খেয়ে স্নান করতে নেমে আত্রেয়ীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল বালুরঘাটের ঘাট কালী এলাকার এক যুবকের। যে ঘটনার পর ওই ড্যাম চত্বরে কিছুটা কড়াকড়ি করা হলেও মরশুমের বদল হতেই ফের সামনে এসেছে প্রশাসনিক উদাসীনতার চিত্র। আর যার জেরেই এবারে স্কুল ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল ডাকরা এলাকাতে। তবে বারবার পুলিশি নজরদারি এড়িয়ে কিভাবে আত্রেয়ীর রিভার ড্যামে সাধারণ মানুষের ভিড় বাড়ছে তা নিয়েই উঠেছে প্রশ্ন।

উদ্ধারকারী রথীন হালদার বলেন, কাজ সেরে বাড়িতে ঢুকতেই এই ঘটনা চাক্ষুষ করে ছুটে গিয়ে ওই স্কুল ছাত্রকে বাচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। ঘটনা নিয়ে তার সাথে থাকা বন্ধুদের ভূমিকা দেখে যথেষ্টই অবাক হয়েছেন। তারা তাদের বন্ধুকে ডুবতে দেখেও চুপচাপ ছিল।

স্বপ্ননীল কর্মকার নামে এক বন্ধু বলেন, স্কুল থেকে এসে ঠান্ডা পানীয় খেয়ে তারা গল্প করছিলেন। সেসময় তিন বন্ধু তাদের নজর এড়িয়ে নদীতে নেমে গিয়েছিল স্নান করতে। কোন কিছু বুঝে উঠবার আগেই এঘটনা ঘটে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here