আত্রেয়ী ভাঙনের দায়ে কাঠগড়ায় নির্মাণ সংস্থা! মুখ্যমন্ত্রীর নির্দেশে FIR দায়ের
বালুরঘাট, ২২ মে —- আত্রেয়ী নদীর চেক ড্যাম ভেঙে পড়ার ঘটনায় অবশেষে কড়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর বৃহস্পতিবার বালুরঘাট থানায় নির্মাণকারী সংস্থা এম এস এ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল সেচ দপ্তর। জেলা পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, “সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের তরফে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, সোমবার গভীর রাতে প্রবল স্রোতের মুখে পড়ে আত্রেয়ী নদীর পশ্চিম প্রান্তের চেক ড্যামের একাংশ ভেঙে পড়ে। ফলে আতঙ্ক ছড়ায় আত্রেয়ীর পাড়ঘেঁষা গ্রামগুলিতে। কারণ, মাত্র কিছু’দিন আগেই একই বাঁধের নিচের মাটি সরে গিয়ে সেতু ভেঙে পড়ে। এখনও সেই ক্ষত মেরামতি না হতেই এবার কংক্রিটের মূল ড্যাম নদীগর্ভে।
প্রথম থেকেই বাসিন্দারা এই নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছিলেন। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি কাজ শেষ করা হয়েছিল। সেই অভিযোগ ঘিরেই বিরোধীরা সরব হয়ে ‘কাটমানি সংস্কৃতি’র অভিযোগ তোলে।
পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছনোর পর উত্তরবঙ্গে এসে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে স্পষ্ট জানান, “দোষীদের রেয়াত করা হবে না।” সঙ্গে সঙ্গেই ছয় ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করে সেচ দপ্তর। তার ২৪ ঘণ্টার মধ্যে এদিন দায়ের হয় FIR।
এখন প্রশ্ন একটাই—কতবার ভেঙে পড়লে টনক নড়বে কর্তৃপক্ষের? নদী পারের মানুষজন চান, এবার যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়। কারণ এই ভাঙন শুধু কাঠামোর নয়, বিশ্বাসেরও।