আত্রেয়ী-তাণ্ডব নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাড় করালো মুখ্যমন্ত্রী, কড়া বার্তা প্রশাসনকে

0
223

আত্রেয়ী-তাণ্ডব নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাড় করালো মুখ্যমন্ত্রী, কড়া বার্তা প্রশাসনকে

বালুরঘাট, ২১ মে —— আত্রেয়ীর ড্যাম ভাঙা নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে স্বল্প দৈর্ঘ্যের বাধ ভেঙে যাওয়ার ঘটনাকে ঘিরে প্রশাসনিক স্তরে যেমন তৎপরতা শুরু হয়েছে, তেমনই এদিন কেন্দ্রকে নিশানা করে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ আত্রেয়ীর উপর রাবার ড্যাম তৈরি করে জল আটকে দিচ্ছে, আর কেন্দ্র নিশ্চুপ। ফলে আমাদের কৃষকরা জলকষ্টে ভুগছেন। সেই কারণে আমরা নিজেরাই বাধ বানিয়েছি। তার কিছুটা অংশ ভেঙে গেলেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।”

মন্ত্রী বিপ্লব মিত্র জানান, ড্যাম ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। তবে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলাশাসক তড়িঘড়ি বিষয়টি তাঁকে ও দপ্তরের মন্ত্রীকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে আত্রেয়ী নদী। তার জেরেই সোমবার রাত দু’টো নাগাদ প্রবল স্রোতে ভেঙে পড়ে ড্যামের পশ্চিম দিকের একটি বড় অংশ। আতঙ্ক ছড়ায় নদীপারের গ্রামগুলিতে। কয়েকদিন আগেই ওই অঞ্চলে ড্যামের সেতু ভেঙেছিল। যে বাঁধের গুণমান নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “বাংলাদেশ যখন জল আটকে কৃষকদের বিপদে ফেলে, তখন কেন্দ্র কোথায় থাকে?”

প্রশাসনকে দ্রুত সংস্কারের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি— “কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here