আত্রেয়ী খাড়ী দখলের গোপন চুক্তির অভিযোগ তুলে বালুরঘাটে সরব বিজেপি, খোলা চিঠি জেলাশাসককে

0
311

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২০ ডিসেম্বর— আত্রেয়ী খাড়ি দখল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলে বালুরঘাটে  সরব হলো বিজেপি। তাদের অভিযোগ, শহরের মোটর কালী ব্রীজ থেকে ব্রীজ কালী পর্যন্ত বয়ে চলা আত্রেয়ী খাড়ীর বেশিরভাগ অংশ অবৈধ নির্মাণের মধ্যে দিয়ে অত্যন্ত সুকৌশলে দখল হচ্ছে। 

ভূমি ও সেচ দপ্তরের কিছু আধিকারিক এবং বকলমে তৃণমূল কংগ্রেস পরিচালিত বালুরঘাট পৌরসভার প্রশাসক মন্ডলী একটি গোপন চুক্তির মধ্যে দিয়ে নিজেদের পছন্দের প্রোমোটারদের কাজে লাগিয়েই চলছে এই কারবার। আর যার জেরে শহরের প্রাচীন আত্রেয়ী খাড়ী আজ প্রায় বিলুপ্ত হবার পথে। সোমবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে  বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সুমন বর্মন লিখিতভাবে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন।  জানানো হয়েছে  আত্রেয়ী খারীর জায়গা পুনরুদ্ধার করে তা সংরক্ষণ করবার বিষয়ও। পাশাপাশি এই খাড়ী দখলের পিছনে যারা যুক্ত রয়েছেন তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে বিজেপির তরফে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট পুরসভা ও তৃণমূল  উভয়েই।


        বিজেপির টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন জানিয়েছেন, শহরে এমন অবৈধ কাজ বরদাস্ত নয়। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে প্রস্তুত বিজেপি।


তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি বিমান দাস বলেন, এমন অভিযোগ মিথ্যে। তাদের সরকারের আমলেই ওই খাড়ীর উন্নয়নে বেশকিছু কাজ করা হয়েছে।


বালুরঘাট পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শেখর দাশগুপ্ত বলেন, খাড়িকে কেন্দ্র করে অবৈধ নির্মান কোনভাবেই বরদাস্ত নয়। এর আগে বেশ কয়েকটি গার্ড ওয়াল পুরসভা ভেঙে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here