আত্মীয়ের দেহ সৎকার করে ফেরার পথে নিখোঁজ ব্যক্তির রহস্য মৃত্যু বালুরঘাটে

0
347

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৩ ডিসেম্বর––  আত্মীয়ের মৃতদেহ সৎকার করে বাড়ি ফেয়ার পথে নিখোঁজ ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ডাকরা বাগান পাড়া এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সুনীল মুর্মু । পেশায় দিনমজুরিরি কাজ করতেন তিনি । জানাগেছে, সম্পর্কে বৌদির সৎকার করতে গিয়েছিলেন সুনীল মুর্মু । নদীর ঘাট থেকে ফিরে পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি । এদিন সকালে তার মৃত দেয় উদ্ধার হয়েছে ।  বিমল ঘোষ নামে এক ব্যক্তি জানিয়েছেন, শ্মশান থেকে ফিরে পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সুনীল । এদিন তার মৃতদেহ উদ্ধার হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here