বিশ্বজিৎ চক্রবর্তী ,আলিপুরদুয়ারঃ দীর্ঘ প্রায় আঠারো মাস প্রতিবেশী দেশ ভুটানে আটকে থাকার পর পশ্চিমবঙ্গ সরকার ও ভুটান প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে ভারতের মাটিতে পা রাখলো ভুটানে কাজ করতে যাওয়া তিনজন পরিযায়ী শ্রমিক । দীর্ঘ আঠারো মাস পর দেশের মাটিতে পা রাখতে পেরে খুশি পরিযায়ী শ্রমিকরা । আজ থেকে আঠারো মাস পূর্বে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার শিশু বাড়ির বাসিন্দা তিনজন শ্রমিক ভুটানে কাজের সন্ধানে যায় ।তার কিছুদিন পর ভুটানে কোভিডের কারণে লক ডাউন শুরু হয়ে যায় ।তারা বাড়ি ফিরে আসতে চায়। কিন্ত ঠিকাদার তাদের আটকে রাখে , তারা বাড়ি ফিরতে চাইলে তাদের কাছে 3 লক্ষ টাকা দাবি করা হয় ।ঠিকাদারের দাবি অনুযায়ী দেবার মত টাকা ছিল তাদের সাধ্যের বাইরে ।যায় তারা দেশে ফিরে আসতে পারেনা ।এই আটকে থাকার খবর তারা বাড়িতে জানায় ।পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার, ভুটানে ভারতীয় দূতাবাস ও ভূটান প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ আঠারো মাস বাদে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়ঁগাতে এসে পৌছায় তিনজন পরিযায়ী শ্রমিক । তাদের অভ্যর্থনা জানাতে এদিন ভুটান গেটে উপস্থিত ছিলেন জয়ঁগা ডেভলোপমেণ্ট অথরিটি এক্সুকিউটিভ অফিসার ভূষণ শেরপা , জয়ঁগা থানার ওসি অভিষেক ভট্টাচার্য । আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে এই তিনজন পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।