আঠারোটি সোলার লাইট লাগিয়ে চাঁচল শহরে জলের ফোয়ারা বসানোর প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদ সদ‍স‍্য

0
527

আঠারোটি সোলার লাইট লাগিয়ে চাঁচল শহরে জলের ফোয়ারা বসানোর প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদ সদ‍স‍্য

চাঁচল,০৭ জুন: —মালদহের চাঁচলের ১২ নং জেলা পরিষদ এলাকায় ১৮ টি সোলার লাইট বসানো হয়েছে।এমনটাই জানালেন জেলাপরিষদের সদস‍্য সামিউল ইসলাম।এদিন ওই এলাকার সিংহভাগ এলাকায় সোলার লাইট বসানে হয়ে গিয়েছে তিনি জানিয়েছেন।


সামিউল নিজে গিয়েই ফিতে কেটে প্রতিটি লাইটের উদ্ধোন করছেন।তিনি জানান,জেলা পরিষদের বরাদ্দ তহবিল থেকে এই লাইট গুলো বসানো হচ্ছে।
গ্রাম‍্য এলাকার গুরুত্বপূর্ণ মোড় গুলিতে লাইটের স্তম্ভ বসানো হয়েছে।জেলা পরিষদের এই উদ‍্যোগে খুশি এলাকাবাসী।শুধু লাইট নয়,এলাকার উন্নয়নের বন‍্যা বইয়ে দিবে তিনি বলে অঙ্গীকার করেছে।এছাড়াও চাঁচল সদরের যেকোনো প্রান্তে জলের ফোয়ারা বসানো হবে বলে জেলাপরিষদ সদস‍্য সামিউল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে কতটা বাস্তবতা বহন করবে সেটাই দেখার অপেক্ষায় চাঁচলবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here