শিলিগুড়ি:-আজ থেকে শিলিগুড়িতে শুরু হল সিপিআইএমের ২৩ তম জেলা সম্মেলন। শনিবার সিপিআইএম কার্যালয় বামফ্রন্ট দপ্তর অনিল বিশ্বাস ভবন এর সামনে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান এর মধ্যে দিয়ে দুই দিনব্যাপী জেলা সম্মেলন শুরু হয়।সম্মেলনে জেলা নেতৃত্তের পাশাপাশি অশোক ভট্টাচার্য, জীবের সরকার, সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র উপস্থিত রয়েছে।বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবি ও আসন্ন পুরো নিগম ও মহুকুমা নির্বাচন নিয়ে এই সম্মেলনে পর্যালোচন আর পাশাপাশি আগামীতে সিপিআইএমের কর্মসূচি নেওয়া হবে। এছারাও জেলা সম্মেলনের মধ্যে দিয়ে নতুন জেলা কমিটির গঠন করে সিপিআইএম এর রাজনৈতিক রণকৌশল তৈরী করা হবে এই দার্জিলিং জেলা সিপিআইএম এর ২৩ তম জেলা সম্মেলনের মধ্য দিয়ে।