কোচবিহার:- আজ কোচবিহার পুন্ডিবাড়ি থেকে বিজেপি বিকশিত ভারত রথযাত্রা শুরু হবার কথা থাকলেও পুলিশ পারমিশনের জন্য তা হলো না । সেই সময় অন্য পুন্দিবারি থানা থেকে বিজেপি মিছিল করে পুন্নিবাড়ী বাজারের দিকে আসার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জমা হয়েছিল তৃণমূল কর্মীরা । সে সময় উত্তেজনা সৃষ্টি হয় যদিও পুলিশের মধ্যস্থতায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । পরবর্তীতে পুন্ডিবাড়ি চৌপতিতে পথ অবরোধের শামিল হয় বিজেপি ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আজ কোচবিহার পুন্ডিবাড়ি থেকে বিজেপি বিকশিত ভারত রথযাত্রা শুরু হবার কথা থাকলেও...